বাংলা টুডে ডেস্ক:
পুরান ঢাকার চকবাজারে নোয়াখালী ভবনে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে চকবাজারস্থ উর্দু রোডের নোয়াখালী ভবনের এই আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ শুরু করে। অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের এই ১৫ টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। চারতলা ভবনের পুরোটাই আগুনে দাউদাউ করে জ্বলছে। ভবনটির পাশে বেশ কয়েকটি টিন শেড ঘর ছিল সেগুলো আগুনে পুড়ছে। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।
ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।