নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় মুক্তা বেগমের একটা গাভীকে গলায় রশি বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তার প্রতিবেশী মোঃ রাব্বি এবং তার সহযোগীরা। ২৫/১০/২০ ইংরেজি তারিখ বিকাল আনুমানিক ২.০০ঘটিকায় মুক্তা বেগমের বাসা থেকে তার গৃহপালিত পশু গাভী চুরি করে নিয়ে পাশের একটা জঙ্গলে নিয়ে গলায় রশি বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।মুক্তা বেগমের
ভাষ্য থেকে জানা যায়, তখন তিনি চট্টগ্রাম কোর্টে মামলার হাজিরায় ছিল। তার স্বামী হযরত আলী গরুর জন্য খাবার কিনতে বাজারে গেছিল। এমত অবস্থায় অভিযুক্ত মোহাম্মদ রাব্বি ও তার সহযোগীরা পূর্বের মামলার জের ধরে তার গাভীকে রশি বেঁধে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। মুক্তা বেগমের একমাত্র অবলম্বন গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে।
মুক্তা বেগমের মেয়ে হ্যাপি আক্তার বলেন আমাদের গরু যখন অভিযুক্ত মোহাম্মদ রাব্বি নিয়ে যায় তখন আমি বারণ করলে আমাকে বিভিন্ন বকাসকা করলে আমার মা বাবা বাসায় না থাকায় আমি আর কিছু বলিনি।
আমার মা যখন বাসায় আসে তখন আমি তাদের অবগত করি এ ব্যাপারে চট্টগ্রামের বায়েজিদ থানায় একটি জিডি হয়েছে। মুক্তা বেগম ও তার পরিবারের দাবি মোহাম্মদ রাব্বি ও তার সহযোগীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। এলাকা বাসী বলেন, গৃহপালিত পশুর প্রতি এমন কিসের আচরণ।