মোঃ কলিম উল্লাহঃ বিশেষ প্রতিনিধিঃ
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফারিস্তা করিমের নেতৃত্বে সাতকানিয়া রাস্তার মাথা এবং বাজালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। দোকানে মূল্য তালিকা না থাকায় রাস্তার মাথায় মহিম ষ্টোরকে ২০০০ টাকা এবং বাজালিয়া বাজারে ফোরক ষ্টোরকে ৫০০০ টাকা পুলিন ষ্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য না রাখা, মূল্যতালিকা প্রদর্শন করা, খাদ্য পণ্য মজুদ না করাসহ বেশ কয়েকটি বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। এসময় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন জনাব সরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সাতকানিয়া চট্টগ্রাম। সহযোগিতা করেন পুলিশ সদস্য ও ভূমি অফিসের স্টাফ গণ।