নিউজ ডেস্ক:
শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার মাত্র দুদিন আগে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা বাংলাকে মেধাশূন্য করার লক্ষ্যে লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক ও প্রকৌশলীদের ধরে নিয়ে হত্যা করে। বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ডিসেম্বরের ১০-১৪ তারিখ সেই নীলনকশা বাস্তবায়ন করে হানাদার বাহিনী।
পাকিস্তানি হানাদার বাহিনী মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও নগরীর অন্যান্য এলাকায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে নির্যাতন এবং তাদের হত্যা করা হয়। মিরপুর ও রায়েরবাজারেই বেশিরভাগ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।