ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা করপোরেশনের প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ২×৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ২ নম্বর গেটের সামনে তারা সমাবেশ করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বিআইএফপিসিএল-এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার (অ্যাডমিন ও সিকিউরিটি) মো. অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা করপোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে আগামী ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।
জানা যায়, সাহারা করপোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে। বর্তমানে অপারেশন বিভাগে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে।
শ্রমিকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন।