মোঃ কলিম উল্লাহঃ
যৌতুকের টাকা না পেয়ে বউকে ঘরে না তুলে পূনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেই, এমন অভিযোগ ওঠেছে সাতকানিয়া থানাধীন গারাঙ্গিয়া ফতে আলী মুহুরী পাড়ার সৌদি প্রবাসী মোঃহাসানের বিরুদ্ধে।
বিগত ৭ ই নভেম্বর ২০২৪ সালে চট্টগ্রাম বায়োজিদ থানাধীন আমিন জুট মিল এলাকার সানজিদা আক্তারের সাথে সৌদি প্রবাসী হাসানের ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।মো:হাসান অতি দ্রুত সানজিদাকে বউ করে ঘরে তুলবে এবং গত ১১ ই জুলাই ২০২৫ ইং তারিখে চট্টগ্রামস্হ হামজারবাগ আজাদ কমিউনিটি সেন্টারে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য উভয় পরিবারের সম্মতিতে বিয়ের ক্লাব বুকিং করা হয়েছিল।
একপর্যায়ে সৌদি প্রবাসী হাসান তার বউ সানজিদার কাছে মোটা অংকের যৌতুক দাবি করে।যৌতুক দিতে না পারলে সে তাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করবে বলে সাফ জানিয়ে দেয়।
এরই প্রেক্ষিতে সৌদি প্রবাসী হাসান অন্যত্র বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে এবং আগামী ৮ ই আগস্ট ২০২৫ ইং তারিখ বিয়ের দিন ধার্য্য করে।
এমতাবস্থায় সানজিদা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।অভিযোগের পর সানজিদা পুলিশসহ হাসানের বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়।
এই বিষয়ে সত্যতা যাচাই করার জন্য মোঃহাসানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।