নিউজ ডেস্ক:
চট্টগ্রামের অন্যতম মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে বাঙালির অহংকার মহান বিজয় দিবস উপলক্ষে “আলোচনা সভা ও ৪ তম শীতবস্ত্র বিতরণ-২০ ” অনুষ্ঠান গত ২১ ডিসেম্বর, সোমবার, সকাল ১০ ঘটিকায় নগরীর খুলশী নিউ ঝাউতলা বিজিএমইএ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পবিএ কোরআন তেলোয়াত, নাতে রাসুল(সা:) ও জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন “দূর্মর বাংলাদেশ ” এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনাব এস এম আনিসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এর সম্মানিত পুলিশ সুপার, জনাব মুহাম্মদ আপেল মাহমুদ। প্রধান আলোচক, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট ও রাজনীতিবিদ, জনাব ড: মুহা: মাসুম চৌধুরী। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উওর জেলা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ এর সম্মানিত আইন বিষয়ক সম্পাদক, আলহাজ্ব এড: সৈয়দ মো:শাহেদ উল্লাহ জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা( URGC) বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর ও মাদার তেরেসা ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক মতিউর রহমান সৌরভ, লেখক সাংবাদিক ও চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, মোহাম্মদ কামাল উদ্দিন, ফয়েজলেক মাদ্রাসা এ নূরীয়ার সম্মানিত সিনিয়র মুদারিস, আলহাজ্ব মাও: মুহাম্মদ আবুল হাসান আল কাদ্বেরী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক, জনাব ডা: মহি উদ্দিন, নিউ ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদের সচিব, মো: এফ আর আজাদ, মহানগর তরুন ছাএনেতা বকিউর রহমান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ শওকত আলী ও নুসরাত জাহান প্রিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহা: আবদুস সাত্তার, মুহা: পারভেজ, হাফেজ হাবিব উল্লাহ, মুহা: সাইফুল ইসলাম, মুহাঃ আসাদুজ্জামান সাকিব, মুহাঃ হাসানুজ্জামান, আসাদুল্লাহ মেরাজ, আবু রায়হান, নূর আলম, ফাহাদ, ইমরান, আবু হামজা, বারেক প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশন করেন – নুসরাত জাহান, তানজিম শওকত লিজা, মোহনা ও আঁখি । সভায় বক্তাগণ বলেন, মহান বিজয় দিবস বাঙালির জাতীয় গৌরব ও অহংকার। এই দিন আমাদের শিক্ষা দেয় শোষণ, নিপীড়ন ও দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার। বিজয় দিবসের বার্তা হউক বাংলার প্রতিটি ঘরে যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, দারিদ্রতা দূর হয়ে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার। দেশমাতৃকার তরে সবাই যেন যার যার জায়গা হতে সমাজের কল্যানমূলক কাজে নিয়োজিত থাকে।সভায় বক্তারা শ্রদ্ধাভরে স্মরণ মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙালির বজ্রধ্বনি, স্বাধীন বাংলার স্হপতি, রাষ্ট্র নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল বুদ্ধিজীবি, এিশলক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো মা বোনদের। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সুন্দর সমাজ বির্নিমাণে যুব সমাজকে মাদক,ইভটিজিং, ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করার। “দূর্মর বাংলাদেশ ” কে এইসব মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও সর্বদা মানবসেবায় কল্যাণকর কাজ চালিয়ে নেয়ার আহ্বান জানান। বীরশ্রেষ্ঠ ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে দুস্হ,অসহায়, শীর্তাত ও অকর্মক্ষম. মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।