মুহাম্মদ শাহাদাৎ হোসাইন:
অদ্য ৩০শে ডিসেম্বর ২০২০ইংরেজি রোজ বুধবার বাদে এশা চট্টগ্রাম চকবাজার সংলগ্ন মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২২ইং)এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির চূড়ান্ত ফলাফলের তালিকা সকলের উপস্থিতে আনুষ্ঠানিকতার সাথে প্রকাশ করা হয়। উক্তো সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনাব মোঃ জামাল উদ্দিন – সভাপতি, জনাব মোঃ ফরিদুল হক – সিনিয়র সহ-সভাপতি, জনাব এড. মোঃ মুছা সিকদার (সায়েম) – সহ-সভাপতি, জনাব মোঃ শামুন রশিদ (শামীম) – সহ-সভাপতি, জনাব মোঃ আব্দুল খালেক – সাধারণ সম্পাদক, জনাব মীর কামাল সিকদার – যুগ্ম সম্পাদক, জনাব মাসুদ উজ্জামান আমিরী – সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ আরিফ উল্লাহ্ চৌধুরী – অর্থ সম্পাদক, জনাব আহমদ হোসাইন – দপ্তর সম্পাদক, জনাব মোঃ মঈন উদ্দিন – ধর্ম সম্পাদক, জনাব মোঃ মাহফুজ এলাহি – প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক, জনাব রবিউল হোসাইন – সদস্য, জনাব ক্লিনটন দাশ – সদস্য, জনাব চন্দন কান্তি নাথ – সদস্য পদে নির্বাচিত হয়েছেন। পরিশেষে মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন(২০২১-২০২২ইং)এর নব-নির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিন বলেন, আমি নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের নিয়ে উক্তো মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের কল্যাণের স্বার্থে কাজ করে যাবো এবং যাতে সকল কার্যাবলি সঠিকভাবে করতে পারি তার জন্য আপনারা আমাকে সর্বোচ্চো সহযোগিতা ও দো’আ করবেন।