আরাফাত হোসাইন:
বাঁশখালী থানার অন্তর্গত শেখেরখীল ছনুয়া বাসীর স্বপ্নের ব্রীজের চলমান কাজ পরিদর্শন করতে যান শেখেরখীলের সম্মানিত চেয়ারম্যান, শেখেরখীলের স্বপ্নদ্রষ্টা জনাব ইয়াছিন তালুকদার সাহেব।চেয়ারম্যান মহোদয় বলেন,এই ব্রীজটি হাজারো মানুষের স্বপ্নের ব্রীজ,তাই অল্প সময়ের মধ্যে ব্রীজের কাজ সম্পন্ন করতে হবে, ব্রীজ কাজ সম্পন্ন হয়ে গেলে, মানুষ তাদের সকল কষ্ট ভুলে গিয়ে,প্রাণ খুলে নিঃস্বাস ফেলে জীবন যাপন করতে পারবে, চেয়ারম্যান মহোদয় আরো বলেন কাজের প্রতি অবহেলা না করে দ্রুত গতিতে কাজ করতে হবে।কোন ধরনের গাফিলতি চলবেনা,কারণ এসব মানুষের অধীকার।তাই তাদের অধীকার ফিরিয়ে দিতে পারলে এই সবকিছু চির স্মরণীয় হয়ে থাকবে