ডেস্ক নিউজ-
ঝালকাঠি জেলার নলছিটি থানার ষাইটপাইক্যা গ্রামে ৯৯৯-এ কল করে আল্লাহু আকবর বলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক, জানা গেছে তিনি পারিবারিক নানা সমস্যায় হতাশাগ্রস্থ।
জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিয়ে পারিবারিক ও স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে বিষপান করেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান নলছিটি থানা পুলিশ। আজ দুপুরে জাতীয় জরুরি সেবা এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, ৯৯৯-এ কথা বলার একপর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে একটি চিৎকার করেন। এর পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৯৯৯ কে বলেন তিনি জানান,তিনি একজন গাড়িচালক, বিভিন্ন কারণে তিনি হতাশাগ্রস্ত, দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান। এছাড়াও তার জায়গা-জমির নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ চলছে। পরিবারের কাছে তিনি অপমানিত হচ্ছেন বার বার। এ কারণে তিনি আর বেঁচে থাকতে চান না।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও জানান, তিনি দুই বোতল বিষ কিনে এনেছেন। এবং ৯৯৯-এর কাছে তার মনের কষ্ট জানিয়ে তিনি বিষ পান করবেন।