প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মসজিদ প্রাঙ্গনে ছিন্নমূল অসহায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ -২৫ ইং কর্মসূচী পালিত হয়।
বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে ২০১৭ সাল হতে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে দূর্মর বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় “ঈদের আনন্দে ভরে উঠুক, সকল শিশুর প্রাণ ” এই স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর খুলশী ঝাউতলা রেলস্টেশনের ছিন্নমূল অসহায় দরিদ্র পথশিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সপ্যাল মাও :মুহাম্মদ:আবুল হাসান আল কাদ্বেরী , বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সেক্রেটারী সৈয়দ কুদরত বারী, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী এ কে এম জাকারিয়া, সহ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম, মুহাম্মদ শওকত আলী, আব্দুল বারেক রাজিব, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান হোসেন, জুয়েল হোসেন, রুবেল প্রমুখ।
উক্ত কর্মসূচীতে বক্তারা দূর্মর বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করেন। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সকল বৃওবানদের এগিয়ে আসার আহ্বান করেন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসম্প্রদায়িক সোনার বাংলা গঠনে তরুণ প্রজন্মকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।ঈদের স্বার্গীয় বার্তা ও অনাবিল খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে দোয়া ও মুনাজাতের পর পঞ্চাশ জন বাচ্চাকে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।