মোঃ সাগর:
চট্টগ্রাম, মঙ্গলবার (২১ অক্টোবর):
আজ সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা এডিশনাল পিপি এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট শওকত উসমান, এডভোকেট নাসির উদ্দীন, এডভোকেট জাহিদ হোসেন, এডিশনাল পিপি মোঃ বেলালসহ শতাধিক বিভিন্ন কোর্টে নিয়োজিত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরবৃন্দ।
সভায় নবনিযুক্ত জেলা প্রশাসককে চট্টগ্রামের আইনজীবী সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং প্রশাসন ও প্রসিকিউশন বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।