টুডে ডেস্ক: কক্সবাজার জেলার সর্বোচ্চ আইন বিদ্যাপীঠ কক্সবাজার আইন কলেজ। জেলার শিক্ষার্থীদের আইন শিক্ষা পাঠদানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও বনভোজন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি প্রবল আকর্ষন সৃষ্টি করে। কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সিরাজ উল্লাহ মহোদয় নিরলস পরিশ্রম করে যাচ্ছে কক্সবাজার আইন কলেজকে একটি মডেল কলেজে রুপান্তর করার লক্ষ্যে।
শুক্রবার (৭ই এপ্রিল) বাদে আছরের নামাজের পর আইন কলেজ ভবনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষার্থীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আইন কলেজ এর সাবেক সফল অধ্যক্ষ এডঃ মোহাম্মদ বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা দায়রা জজ ও আদালতের পি.পি ও কক্সবাজার আইন কলেজের গভর্নিং বডির সদস্য এডঃ ফরিদুল আলম, কক্সবাজার আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উল্লাহ ছিদ্দিকি, কক্সবাজার সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবুল মনছুর, কক্সবাজার আইন কলেজের প্রভাষক ও গভর্নিং বডির সদস্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর স্পেশাল পি.পি এডঃ সৈয়দ রেজাউর রহমান রেজা , আইন কলেজের প্রভাষক শামসুল আলম, প্রতিভা দাশ, সাকী-এ-কাউসার ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নারিমা জাহান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার আইন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ, কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের পি.পি এডঃ সিরাজ উল্লাহ।
প্রধান অতিথি এডঃ মোহাম্মদ বাকের কলেজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, এই কলেজের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি এডঃ ফরিদুল আলম বলেন, যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোযা রাখবে,তার জন্যে রোযার সেই দিনটি হবে এমন যেন সবেমাত্র সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ রোযাদার তার সকল গুণাহ থেকে মুক্তি পেয়ে নিষ্পাপ শিশুটির মতো হয়ে যাবে।
বিশেষ অতিথি এডঃ সৈয়দ রেজাউর রহমান রেজা বলেন, রহমত বরকত ও মাগফেরাতের মাস রমযান। এই মাস তাই সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কীভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়। সবাই আন্তরিকভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত করে পবিত্র একটি জীবন শুরু করতে। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তুমরা এই পবিত্র মাসকে ইবাদতে বন্দেগী করে এবং নিজেকে আত্মশুদ্ধি কর, আত্মসংযম কর। সেই সাথে ক্লাসের প্রতি মনোযোগী হও।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল মনছুর বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের যেই শিক্ষা আমরা যেন তা বাকী সময়ে কাজে লাগাতে পারি।
ইফতারের আগে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা সোলাইমান কাশেমী মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় প্রথম আলোর কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
আয়োজক কমিটিতে ছিলেন,কক্সবাজার আইন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম, মোবারক এইচ খান, সেলিনা আক্তার, মোহাম্মদ আবু হুরাইরা, সালমা নুর, মঈন উদ্দিন আরিফ, শাহাদাৎ হোসেন রাজু, এরশাদ, মুবিনুল ইসলাম, তাহসিন মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষানবিশ এড. নরুল আবছার প্রধান সহকারী, কক্সবাজার আইন কলেজ ও আলম উদ্দিন, অফিস সহকারী এবং ১ম বর্ষের শিক্ষার্থীবৃন্দ।