স্ট্যাফ রিপোর্টঃ ঢাকা বাংলাদেশ-
আজ ৭ ডিসেম্বর ২০২০ ইং এতো দ্বারা সকলের অবগতির জন্য জানানো হয়, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ দলীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্য, নিজেরদের কেন্দ্রীয় ভূয়া ‘ সভাপতি’ সাধারণ সম্পাদক’ পরিচয় প্রদান ও বিভ্রান্ত সৃস্টি করণে জাল কমিটি প্রকাশ, প্রতিষ্ঠাতা ‘সভাপতির’ নামে ভূয়া তথ্যে জাল নোটিসে অপপ্রচার ও পাবলিসিটি করণ,চাঁদাবাজি,আওয়ামী লীগ পরিপন্থী কার্য, নেতাদের ভূয়া পরিচয় প্রদান ও বদনাম করা,সাংগঠনিক ক্ষতি সাধিত সহ বিভিন্ন আইন বিরোধী কার্য প্রমানিত হওয়ায় ” সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক ‘কাজি সরোয়ার ‘ ” এবং ভূয়া পরিচয়ে সহ সভাপতি “আশরাফ পাটোয়ারী রাজ” (২) জনকে #স্হায়ী বহিষ্কার# আদেশ জারী করা হয়।
দলটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রুমান মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সোহেল রানা, সহ সভাপতি মোতাহার, আঃ রহমান অন্যান্য, যুগ্ন সাধারন সম্পাদক মন্ডলী নজরুল ইসলাম, তুহিন, সাংগঠনিল সম্পাদক আবু রিপন, সহ ১৫-২০ সদস্যের তদন্ত কমিটি এবং উপদেষ্টা সাংবাদিক মৃধা বেলাল সহ এমপি, এডভোকেট অন্যান্য উপদেষ্টা সম্বলিত ৩ মাস ব্যাপি এক গোপন তদন্তে তাহাদের সকল প্রমানাদি মিলে যায়। আওয়ামী লীগ এর পক্ষে কাজে বাঁধা প্রদান করাই এদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য বলে নিশ্চিত করা হয়। তাহাদের সহিত জরিত রয়েছে আরো কিছু লোকজন৷ তাহাদের বিগত কোনরূপ রাজনৈতিক আ.লীগ বা সহয়োগি সংগঠনের সহিত বা কোনো কমিটিতে দেখা যায় নি। এমনকি তাদের আ.লীগ মনোভাবাপন্ন ছিলো না৷এ সংগঠন টি প্রতিষ্ঠা পাবার ৮ মাস বা ১ বছর পর তাদের আর্বিভাব হয়, কিন্তু সাংগঠনিক কোনো রূপ অপদান তাহাদের ছিলো না। যেহেতু নব সংগঠন তাই নিজ অর্থায়নে সংগঠন প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির অন্য সদস্যগন সাংগঠনিক সহয়োগিতা করেন। পক্ষান্তরে উক্ত ২ ব্যক্তিকে বিগত ৩/৪ মাস হলে নোটিস বা বিভিন্নভাবে সতর্ক করা হলেও তারা অবৈধ কার্য এবং অপপ্রচার চালিয়েই যায়। সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কার্য সর্বদা ঘটিয়েই চলে। এমন লোকজন ভবিষ্যতে সংগঠনের ক্ষতির কারন।
সার্বক বিবেচনায় অদ্য হইতে ‘বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ’ এর সকল কার্যক্রম ও ইউনিট থেকে তাদের ২ জনকে “স্হায়ী বহিষ্কার” এর মাধ্যমে সংগঠন চ্যুত করা হয়। তাহাদের সহিত কেহ সাংগঠনিক কোনো যোগাযোগ না করার জরুরী আদেশ জারী হয়।
তাহাদের সহিত কোনোরূপ অপকর্ম বা আইন বিরোধী কাজে জরিত সকলের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হতে পারে। এমন কি কাহারো নিকট সংগঠনের বিষয়ে বা কোনো নেতা বিষয়ে অপপ্রচার করিলে এ ২ জন বহিষ্কৃত লোককে কেহ রেসপন্স না দেওয়া নির্দেশ প্রদান করা হয় এবং বাড়াবাড়ি বা অপকর্মের জন্য আগামী ১ মাস অবজারভেশনে রাখা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটি, যদি তাহাদের দ্বারা কোনোরূপ ক্ষতি সাধিত হয় তাহলে নীতিমালা, জিডি কপি ও কোর্ট ঘোষিত মতে তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় কেন্দ্রীয় কমিটি ।
সংগঠন টির লক্ষ্য ও উদেশ্য হলোঃ আওয়ামী লীগের উন্নয়ন, কর্মসূচী, নির্বাচনী প্রচারে মাঠ ও অনলাইনে প্রচারনার অঙ্গিকারে মুজিব আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় তরুনরা মিলে গড়বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। জনগণের সামনে উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ভরসা তৈরী করে বারবার নৌকার বিজয় নিশ্চিত করতেই বদ্ধপরিকর বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ সংগঠনটি।