দেলোয়ার হোসাইন:
রাজধানী গজনী শহরে একটি সেনা ঘাঁটিতে বোমা হামলা হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) এই হামলায় কমপক্ষে ৩০ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে এটি একটি বড় ধরণের রক্তাক্ত হামলা।
গজনী শহরের এই আত্মঘাতী গাড়িবোমা হামলা কে বা কারা চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। বিস্ফোরণের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গাড়িবোমা বিস্ফোরণের পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। হামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
গজনি হাসপাতালের প্রধান জানান, এখন পর্যন্ত সেখানে ২৬ জনের দেহ পাওয়া গেছে। জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ১৭ জনকে। তাদের সবাই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এরআগে গত মঙ্গলবার আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। ওই হামলায় শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।