নিউজ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে পৌঁছেছেন। তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপে যোগ দেবেন।
আজ (সোমবার) সকালেই তিনি কক্সবাজারে পৌঁছান। সফরকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন বেলা ১১টায় থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকটের বর্তমান অবস্থা, স্থানীয় জনগণের ওপর প্রভাব এবং টেকসই সমাধান নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এ ছাড়া, মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন তিনি।
সরকারি সূত্র জানায়, ড. ইউনূসের এ সফর রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের অং সান সু চি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করে।
পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সেই চেষ্টা ভেস্তে যায়।