নিউজ ডেস্কঃ
সেভ দ্য নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে জসিম চৌধুরীকে সভাপতি ও মুস্তাকিম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং মারুফ উল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এদেশের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লড়াকু সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগরের সবুজ সারথি জসিম উদ্দিনকে সভাপতি ও মুস্তাকিম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং মারুফ উল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলা ভূমি চট্টগ্রাম নগরীর দখল ও দূষণ নির্মূলের পাশাপাশি প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে সেই প্রত্যাশা করি।
আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি এস.এম.মাসুদ, সহ-সভাপতি আবু সায়েদ রাসেল, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাব্বির ইসলাম ফারুখ, যুগ্ম সম্পাদক রিদুয়ানুল হক রিদু, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সোহেল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম তানভীর, যুগ্ম সম্পাদক শিবলী নোমান রিফাত, সহ-সাগঠনিক সম্পাদক সিদ্দিকুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক সালেহ নূর নাসিম, সহ-দপ্তর সম্পাদক নিয়াজ মোরশেদ খান, প্রচার সম্পাদক সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ সহ-প্রচার সম্পাদক মোঃ বক্তিয়ার হোসেন রাজু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক লোকমান সিকদার, সহ-অর্থ নুর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আহসান খালেদ, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর নবী সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন সুমন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বেগম রাবু, ছাত্র বিষয়ক সম্পাদক মোবারক বিন মাহির, সদস্য মোঃ আইয়ুব খান, সদস্য আরিফুল হক শাকিল, সদস্য হাসান মুরাদ সদস্য সিফাতুর রহমান।