মোঃ কলিম উল্লাহ
সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান, লোহাগাড়ার বিএনপির নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম দক্ষিণ জেলা) এটিএম জাহেদ চৌধুরী একান্ত সাক্ষাৎকারে বলেন,
“আমার বাবা এমপি থাকা কালে লোহাগাড়া থানা প্রতিষ্ঠা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন। আমাদের পরিবার বিএনপির পরিবার। আমি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে আছি, এ দলের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং স্বৈরাচার আমলে মামলার স্বীকার হয়েছি।”
তিনি আরও বলেন,
“আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”