মোঃজহিরুল ইসলাম সিকদারঃ
অদ্য ১০ই ডিসেম্বর ২০২১ ইংরেজি (শুক্রবার) ৭৩ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা” চট্টগ্রাম বিভাগ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূল মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিজবাহুল ইসলাম রিয়াদ, উপদেষ্টা মোঃ মোফাচ্ছিরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ওয়াহিদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ শাহাদাৎ হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল কবিরসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সংস্থার সভাপতি বলেন, মানবাধিকার সংরক্ষণে সুশিক্ষিত ব্যক্তির একতার সাথে কাজ করার বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
                                                                                               
							





